রাজ্য জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য শিলচরের এথলেটদের

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সাতটি পদক জিতে তৃতীয় রাজ্য জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে কাছাড় তথা বরাকের মুখ উজ্জ্বল করল শিলচর হামিংবার্ড অ্যাকাডেমির এথলেটরা। গুয়াহাটি বর্ষাপাড়া সাউথ পয়েন্ট স্কুলে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর। এতে অংশ নিয়ে নজরকাড়া সাফল্য অর্জন করেন কাছাড় জেলা দলের এথলেটরা। অনূর্ধ্ব ১৬ বিভাগে স্বর্ণপদক পেয়েছেন প্রসেনজিৎ আচার্য (ফ্রিস্টাইল, থার্টি সেকেন্ড স্পিড ও এন্ডোরেন্স), নামথুই কামেই (ফ্রিস্টাইল ও ডাবল আন্ডার) এবং আকাশ দাস (স্পিড ও এন্ডোরেন্স)। রৌপ্য পদক জয়ীরা হলেন জুলফিকার আহমেদ (থার্টি সেকেন্ড স্পিড), পারিথই সিংহ (স্পিড ও ডাবল), আকাশ দাস (ডাবল)। ব্রোঞ্জ পদক পেয়েছেন আয়ুষ রজত।

হামিং বার্ড অ্যাকাডেমির প্রধান কোচ হাদি-উজ-জামান চৌধুরী উল্লেখ করেন, গত বছর দ্বিতীয় রাজ্য চ্যাম্পিয়নশিপেও অ্যাকাডেমির এথলেটরা উল্লেখযোগ্য প্রদর্শন করে। তবে এবারের প্রদর্শন সেটাকে ছাপিয়ে গিয়েছে। ফলে আগামী ফেব্রুয়ারি মাসে নাসিকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী এথলেটরা। শিলচরে জাম্প রোপ প্রশিক্ষণের একটি স্থায়ী কেন্দ্র গড়ে তুলতে এ অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রসেনজিৎ আচার্যের অভিভাবক পিনাক আচার্য। প্রশিক্ষণার্থীদের জাতীয় পর্যায়ের

খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে অ্যাকাডেমির ফিটনেস কোচ স্বরূপম ভট্টাচার্যের নিষ্ঠা এবং পরিশ্রমের কথা তুলে ধরেন তিনি। তার কথার সূত্র ধরে কোচ হাদি-উজ-জামান চৌধুরী আরও বলেন, রোপ স্কিপিং এ অঞ্চলে এক নতুন ইভেন্ট। কেননা, শিলচরে একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বার্ষিক ক্রীড়া উৎসবে এই প্রতিযোগিতা হয়। যেখানে সাঁতারের মতো ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফ্রিস্টাইল, ডাবল এন্ডার্স, স্পিড (রিলে) এবং এন্ডোরেন্স (ধৈর্য)। তাদের এই সাফল্যের সূত্র ধরে শিলচর সহ বরাক উপত্যকায়ও এই ইভেন্ট চালু করার আবেদন জানান তিনি। উল্লেখ্য, খেলাধুলায় রাজ্যের দ্বিতীয় সেরা পরিকাঠামো থাকা শহর শিলচর। কিন্তু এখানে জাম্প রোপ স্কিপিং-র প্রচলন নেই বললেই চলে। আগামী দিনে শিলচরেও যাতে এধরনের প্রতিযোগিতা সহ প্রশিক্ষণের ব্যাপারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন হামিংবার্ডের কর্মকর্তারা।

Author

Spread the News