এক্স স্টুডেন্টস্ ফোরাম অব শিলচর পলিটেকনিকের বিজয়া ও ঈদ মিলন সন্ধ্যা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : এক্স স্টুডেন্টস্ ফোরাম অব শিলচর পলিটেকনিকের এর উদ্যোগে বিজয়া ও ঈদ মিলন সন্ধ্যা অনুষ্ঠানের সম্পন্ন হয়। রবিবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি স্থিত লক্ষী নারায়ন বিবাহ ভবনে এক্স স্টুডেন্টস্ অব শিলচর পলিটেকনিকের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও বিজয়া ও ঈদ মিলন সন্ধ্যার আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। এদিন প্রথমে শিলচর পলেটেকনিকের প্রাক্তন অধ্যক্ষ তথা এক্স স্টুডেন্টস্ ফোরাম অব শিলচর পলিটেকনিকের সভাপতি নিখিল রজ্ঞন চৌধুরী, সহসভাপতি শ্রীকান্ত ভট্টাচার্য, সহসভাপতি সত্যজ্যোতি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর, শিলচর পলেটেকনিকের প্রথম মহিলা ছাত্রী আনোয়ারা বেগম, প্রাক্তন বিভাগীয় প্রধান অনুপ কুমার চৌধুরীর হাত দিয়ে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে সভাপতি নিখিল রঞ্জন ভট্টাচার্য সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে বিজয়ার, ঈদ ও আসন্ন  দীপাবলি শুভেচ্ছা ও শারীরিক সুস্থতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর বলেন, প্রত্যেক বছর এই দিনেই শিলচর পলেটেকনিকে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া ও ঈদ মিলন সন্ধ্যায় আনন্দ উপভোগ করে থাকেন এবং এক্স স্টুডেন্টস্ ফোরাম অব শিলচর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষকদের দ্বারা বিনামূল্যে কোচিং প্রদানের দ্বারা সেন্টারের ৪৭ জনের মধ্যে ৪৭ জন ছাত্রছাত্রীরা ভর্তি হতে পলিটেকনিকে ভর্তি হতে পেরেছে বলে খুশি ব্যক্ত করেন। পরবর্তী সময়ে মঞ্চে এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা শিলচর পলেটেকনিকের প্রাক্তন ছাত্র কমলেশ ভট্টাচার্য ও তাঁর কন্যা কন্ঠশিল্পী কৌশিকী ভট্টাচার্য, উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মহিতোষ পাল (আশু) সঙ্গীত পরিবেশন করেন। বাদ্যযন্ত্রে মিঠুন চক্রবর্তী ও তবলায় ছিলেন চিরঞ্জীব অধিকারী এবং মাউথারগান বাজিয়ে শুনান সুজিত দাস। এরপর নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী সৌমিত্রশঙ্কর চৌধুরী (জয়)। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুব্রত রায় (শুম্ভু)। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সুরজিৎ সোম, সজল দাস, বক্তার উদ্দিন, স্বপন পাল, চন্দন দেব সহ আরো অন্যান্য শিলচর পলেটেকনিকের প্রাক্তন ছাত্রছাত্রী সহ পরিবারের সদস্য-সদস্যারা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News