Euro cup : গোলশূন্য ড্র নেদারল্যান্ডস‌-ফ্রান্স ম্যাচ

২২ জুন : চলতি ইউরোর প্রথম গোলশূন্য ড্র। লিপজিগের রেড বুল এরিনায় অমীমাংসিত ফ্রান্স-নেদারল্যান্ডস‌ ম্যাচ।

ভাবা হয়েছিল উত্তেজক ম্যাচ হবে। কিন্তু হল একাবারে উল্টো। কিন্তু এমবাপে-হীন ফ্রান্স আটকে গেল নেদারল্যান্ডসের কাছে। নাকে চোটের কারণে খেলেননি কিলিয়ান এমবাপে। তার অভাব গোটা ম্যাচেই অনুভব করল ফ্রান্স। বেশ কিছু ভাল গোলের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু সঠিক স্ট্রাইকারের অভাবে ২ পয়েন্ট রেখে আসতে হল মাঠেই।

শুক্রবার রাতে কোনও দলই গোল করতে পারেনি। প্রি কোয়ার্টারের ছাড়পত্র পেতে গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। দুই ম্যাচের শেষে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের পয়েন্ট ৪। মঙ্গলবার পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স। অস্ট্রিয়ার বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। দুই ম্যাচে গোল করতে ব্যর্থ ফরাসিরা। অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মঘাতী গোলে জিতেছিল দিদিয়ের দেশঁর দল। দ্বিতীয় ম্যাচেও গোলের খাতা খুলতে পারল না বিশ্বকাপের রানার্সরা‌‌। অসংখ্য গোল মিস। তারমধ্যে অধিকাংশ সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান। দুটো সিটার মিস। এই পর্যায় এরকম মিস ক্ষমার অযোগ্য। ভাগ্যের জোরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

ম্যাচের ৬৯ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন সিমন্স জাভি। ‘ভার’এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য বাতিল করা হয় গোল। কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত। দেখে মনে হয়েছে ন্যায্য গোল ছিল। ডাচদের বিরুদ্ধে গিয়েছে সিদ্ধান্ত।

Author

Spread the News