“বন্দে মাতরম” এর ১৫০তম বর্ষপূর্তিতে রচনা প্রতিযোগিতা রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশ মর্মে “বন্দে মাতরম” সঙ্গীত এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে অতি সম্প্রতি রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের উদ্যোগে কলেজের পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় একটি রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গীয় নবজাগরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে বন্দে মাতরমের তাৎপর্য। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের কক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে শংসাপত্র, মেডেল ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। 

এদিন পড়ুয়াদের হাতে পুরস্কার দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের আহ্বায়ক তথা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ ও সুমিতা বোস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. বিধান বর্মণ ও সুরভি ঘোষ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. পিয়া দাস, নবনিতা দেবনাথ ও সবনম সারংশা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বৈশালী চক্রবর্তী ও রুপশ্রী নাথ। রচনা প্রতিযোগিতা (ইংরেজি)-তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পিয়ালী দত্ত, অঙ্কিতা নাথ চৌধুরী ও মৃন্ময় ভট্টাচার্য। এছাড়াও রচনা প্রতিযোগিতা (বাংলা)-তে প্রথম পুরস্কার লাভ করেছে অদ্রিজা দত্ত। রচনা প্রতিযোগিতা সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের সকল সদস্য সহ কলেজ অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের আহ্বায়ক ড. রুমা নাথ চৌধুরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *