মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটের দিন ঘোষণা
১৫ অক্টোবর : ভোটের দামামা বেজে গেল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট হতে চলেছে এক দফায়। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। মহারাষ্ট্রে ভোট গণনা ২৩ নভেম্বর।
অপরদিকে, ঝাড়খণ্ডে দুই দফায় ভোট হতে চলেছে। ১৩ ও ২০ নভেম্বর হবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দফতার ভোট। প্রথম দফায় মনোনয়ন জমার শেষ দিন ২৫ অক্টোবর ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৯ অক্টোবর। মনোনয়ব স্ক্রুটিনি যথাক্রমে ২৮ ও ৩০ অক্টোবর। প্রথম দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর ও দ্বিতীয় দফতার ক্ষেত্রে ১ নভেম্বর। মহারাষ্ট্রে ফলের দিনই অর্থাৎ ২৩ নভেম্বরই ঝাড়খণ্ডে ভোট গণনা।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামী ২৬ নভেম্বরই শেষ হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ। অপরদিকে ৫ জানুয়ারি ফুরোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদও।