পুজোয় বস্ত্র ও বিসর্জনে শরবত বণ্টন ইয়ং জেনারেশনের

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : প্রতিমা বিসর্জনের দিনে ১৫ হাজার গ্লাস শরবত সহ চকলেট ও জল বিতরণ করল শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ। অন্য়ান্যবারের ন্যায় এবারও দেবদূত এর সামনে দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে পানীয়জল সহ চকলেট। একই ভাবে বিসর্জনের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। প্রায় সাত হাজার গ্লাস শরবত ও লেবুপানি দর্শনার্থীদের হাতে তুলে দেন গ্রুপের কর্মকর্তারা।

পুজোয় বস্ত্র ও বিসর্জনে শরবত বণ্টন ইয়ং জেনারেশনের

এ দিকে, সংস্থার পক্ষ থেকে পূজার শুরুতে গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে দুঃস্থদের মধ্যে কাপড় বিতরন করা হয়। এরমধ্যে জিরিঘাট, কাশিপুর, বাংলাঘাট এলাকায় গিয়ে গরীব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা। সংস্থার পক্ষে সম্পাদক অংশুমান দাস জানান এরকম কাজ আগামী দিনেও অব্যাহত রাখবেন।

Author

Spread the News