নেনামিয়া স্কুলের সভাপতির বিরুদ্ধে সরব শিক্ষক মহল, অপসারণের দাবি

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বাঁশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন ও উন্নয়ন কমিটির সভাপতি সকিল আহমদ বড়ভূইয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সরব হলেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁকে সভাপতি পদ থেকে অপসারণের দাবি জানিয়ে সম্মিলিতভাবে স্কুল পরিদর্শকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। শনিবার সন্ধ্যায় স্কুল পরিদর্শকের কার্যালয়ে গিয়ে এই স্মারকপত্র প্রদান করা হয়েছে।স্কুলের ২৫ জন শিক্ষক শিক্ষিকা একবাক্যে পরিচালন সমিতির সভাপতি সকিল আহমদ বড়ভূইয়াকে অপসারণের দাবি জানিয়ে স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। সকিল আহমদ স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েও শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁসের ভূয়ো সংবাদ ছড়িয়ে একজন শিক্ষককে ফাঁসানোর চেষ্টা সহ পরীক্ষা কেন্দ্রের বদনাম রটিয়েছেন।

এছাড়াও সকিল আহমদ সভাপতি হওয়ার পর থেকে একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। এনিয়ে চরম ক্ষুব্ধ বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বার কয়েক শিক্ষকদের অপমান করার অভিযোগও রয়েছে সকিলের বিরুদ্ধে। সভাপতির কারনে গোটা শিক্ষা বিভাগের বদনাম হচ্ছে বলে মনে করেন শিক্ষক শিক্ষিকারা।

নেনামিয়া স্কুলের সভাপতির বিরুদ্ধে সরব শিক্ষক মহল, অপসারণের দাবি

প্রশ্নপত্র ফাঁসের ভূয়ো নাটকের রচয়িতা সকিলকে আটক করেও শুক্রবার রাতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এনিয়ে অসন্তুষ্ট সচেতন মহল। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা সত্ত্বেও কেন ছেড়ে দেওয়া হয়েছে এনিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।           

Author

Spread the News