দক্ষিণ বিলবাড়ি নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বাঁধ, পরিদর্শন কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামে বসবাসকারী জনগণের মনে এখন বন্যা আতঙ্ক বিরাজমান রয়েছে। বার বার দাবি জানিয়ে আসলেন গ্রামের শিব মন্দিরে পাশে লঙ্গাই নদীর বাঁধ সঠিক ভাবে মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বাধে ভাঙন স্থলে ফের বিরাট ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে ভোগছেন গ্রামবাসী। অভিযোগ মতে দক্ষিণ বিলবাড়ি শিব মন্দিরের পাশ দিয়ে ভয়ে যাওয়া লঙ্গাই নদীর বাঁধে বিরাট আকারের ফাটল দেখা দিয়েছে। পুরোপুরিভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বাঁধটি। তখন সঙ্গে সঙ্গে গ্রামবাসীর এমন বিষয়টি সংলিষ্ট বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করে ছিলেন। জলসম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক, পাথারকান্দি সহ কার্যনির্বাহী আধিকারিক ও বিভাগের অন্যান্য আধিকারিকরা এসে সরেজমিনে ভাঙন স্থল পরিদর্শন করেন এবং পরে সাময়িক মেরামতের কাজে হাত দেন। 

এমন খবর পেয়ে  পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার বিভাগীয় আধিকারিকে সঙ্গে নিয়ে সরেজমিনে ভাঙন স্থলে উপস্থিত হয়ে সম্পূর্ন দৃশ্য পরিদর্শন করে দেখেন। পরিদর্শনকালে বিধায়ক ভাঙন স্থলের এমন বেহাল অবস্থা দেখে চমকে উঠেন। এবং সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গে থাকা বিভাগীয় জনৈক আধিকারিককে অতি শীগ্রই বাঁধের ভাঙন রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। বিধায়ক সেখানে দাঁড়িয়েই রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে ফোনে কথা বলেন।

দক্ষিণ বিলবাড়ি নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বাঁধ, পরিদর্শন কৃষ্ণেন্দুর
দক্ষিণ বিলবাড়ি নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বাঁধ, পরিদর্শন কৃষ্ণেন্দুর

Author

Spread the News