নবীর জন্মদিনে ক্যান্সার হাসপাতালের রোগীদের ফল বিতরণ যুব আহলে সুন্নতের
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করল কাছাড় জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত। সোমবার ঈদে মিলাদুন্নবীর রাতে শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে বিভিন্ন আইটেমের অর্ধশত ফলমূলের প্যাকেট বিতরণ করা হয়। এনিয়ে জেলা যুব আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর জানান, সর্বকালের সেরা মহামানব হজরত মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্বের শান্তির বাহক। তাঁর আগমনেই আলোকিত হয়েছিল ইহজগত। তাই নবী মুহাম্মদের জন্মদিবসে রোগীদের পাশে থাকার এক প্রয়াস করেছেন তাঁরা বলে জানান মজবুল।
রোগীদের মধ্যে ফলমূল বিতরণে এছাড়া উপস্থিত জেলা যুব আহলে সুন্নতের কোষাধ্যক্ষ মওলানা রুহুল আমিন বড়ভূইয়া, সহ সম্পাদক রশিদ আহমেদ লস্কর, সোনাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি হাফিজ আশফাকুল হক লস্কর, যুব আহলে সুন্নতের দুই কর্মকর্তা জাবেদ আহমেদ লস্কর, সমাজকর্মী রুবেল লস্কর সহ অন্যান্যরা।