শিলচরে প্যালেস্টাইন সংহতি দিবস পালন সিপিএমের

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : শিলচরে প্যালেস্টাইন সংহতি দিবস পালন করল সিপিআইএম। বৃহস্পতিবার ডাক বাংলোর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্যালেস্টাইন সংহতি দিবস হিসেবে সভা অনুষ্ঠিত হয়। সভায় ইজরায়েল যুদ্ধ অবিলম্বে বন্ধ করার দাবি তোলা হয়। ইজরায়েলিদের বর্বরতা বন্ধ করে অতি শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করারও দাবি জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক দুলাল মিত্র। তিনি বলেন, ইজরায়েলিরা প্যালেস্তানিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে তা অতি শীঘ্রই বন্ধ করতে হবে। এ ছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সম্পাদক সমীরণ আচার্য, রেজামন্দ আলি বড়ভূইয়া প্রমুখ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News