ব্রহ্মপুত্রে পুজো মণ্ডপে ব্যানার ছিঁড়া নিয়ে সরব কংগ্রেস

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : সম্প্রতি রাজ্যের কয়েকটি জেলায় পুজো মণ্ডপে থাকা বাংলা ব্যানার ও তোরণ ছিঁড়ে ফেলার ঘটনায় সরব হল শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল এ কাণ্ডে নিরব থাকায় বিজেপি, ভিএইচপি, বজরং দলকে বিঁধলেন।

বাংলা ভাষায় কেদারনাথ লেখা ব্যানার ছিড়ে ফেলার পরও মূখ্যমন্ত্রীর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করলেন তিনি। এ কাণ্ডের মাধ্যমে রাজ্য সরকার বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেন জেলা কংগ্রেস সভাপতি। অসমিয়া সভ্য সরকারের কাছে ওই ঘটনার সুবিচারের আবেদন রাখেন তিনি। তিনি বলেন,
অসমিয়া সমাজের বুদ্ধিজীবীদের এর বিরুদ্ধে এগিয়ে আসা উচিত।

সাংবাদিক সম্মেলনে দলের অন্য কর্মকর্তা সঞ্জীব রায় বলেন, গত বছর বরপেটায় এক পুজো কমিটির পূজো বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে সেটা ছিল ট্রেলার। সেই অপপ্রয়াস সফল হয়ে যাওয়ার পর, এবার ঘটানো হয়েছে ব্যানার কান্ড। যার নিন্দা জানানোর কোনও ভাষা নেই। বক্তব্য রাখেন সূর্যকান্ত সরকারও। অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাভেদ আখতার লস্কর, তাপসকান্তি রায়, সুভাষ চক্রবর্তী, বন্দিতা রায় ত্রিবেদী, মৃদুল সাহা ও নিশিকান্ত সরকার প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News