ক্লেভারহাউস ফুটবলে জয়ী বখরাপার
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : বৃহস্পতিবার ক্লেভারহাউস ফুটবল টুর্নামেন্টে এক রোমাঞ্চকর খেলায় জয়লাভ করলো বখরাপার এফসি। স্থানীয় পানিভরা (ক্লেভারহাউস) এলপি স্কুলের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ মালুগ্রাম মণিপুরী এফসিকে ২-১ গোলে পরাস্ত করে চলিত ক্লেভারহাউস ফুটবল টুর্নামেন্টের পরবর্তী রাউণ্ডে পৌঁছালো বখরাপার দল।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বখরাপার। খেলার ২৪ মিনিটের মাথায় বখরাপার দলকে এগিয়ে দেন রকিবুল। প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত বখরাপার দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে । দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে আনসার এর গোলে ২-০ গোলে এগিয়ে যায় বখরাপার। অবশ্য খেলার ৫৮ মিনিটে ডি বক্সের ভিতর ফাউল করে বসে বখরাপার, পেনাল্টি পায় মালুগ্রাম মণিপুরী এফসি, গোল করেন পাচুঙ্গা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে বখরাপার দল।
এদিনের খেলা পরিচালনা করেন নির্মল সিং, সহযোগিতায় ছিলেন জাকির হোসেন ও বাবুচান্দ মাল। এদিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বখরাপার দলের খেলোয়াড় রকিবুল। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী আদিত্য নারায়ণ দেব। শুক্রবার কোন খেলা নেই, শনিবার দার্বি টি.ই খেলবে মণিয়ারখাল টি.ই দলের বিরুদ্ধে, একথা জানান আয়োজক কমিটির সম্পাদক সুমন কুর্মী।