চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’ প্রকল্প : হিমন্ত

১১ জানুয়ারি : অসম সরকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু করছে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’ প্রকল্প। বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কয়েকটি প্রকল্প সহ এই প্রকল্প ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’। রাজ্য সরকার শীঘ্রই রাজ্যের গ্রামীণ এলাকায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য এই প্ৰকল্প চালু করবে, জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের অধীনে প্রথম বছরে সরকার প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দেবে। দ্বিতায় বছরে ১২,৫০০ টাকা দেওয়া হবে। এছাড়া ব্যাঙ্ক দেবে ১২,৫০০ টাকা করে ঋণ৷ পরবর্তীতে ব্যাঙ্কের ঋণ পরিশোধ করতে হবে সুবিধাভোগীকে।

মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীদের জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছেন। তিনি জানান, প্রকল্পের জন্য সাধারণ এবং অন্যান্য পশ্চাদপদ জাতি (ওবিসি)-রসুবিধাভোগী মহিলাদের তিনের বেশি সন্তান থাকা চলবে না। তবে মরান, মটক, চা সম্প্রদায় এবং তফশিলি জাতি ও তফশিলি জনজাতির মহিলা সুবিধাভোগীদের চারটি সন্তান থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মুখ্যমন্ত্রী শর্মা যোগ করে বলেছেন, এ বছর স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে জড়িত সাত লক্ষ মহিলার বার্ষিক আয় এক লক্ষ টাকা হয়েছে।

Author

Spread the News