পাঁচ বছর ধরে বেতন, রেশন নেই, শ্রমিকদের প্রতিবাদে উত্তাল চণ্ডীপুর বাগান এলাকা

বরাক তরঙ্গ, ২২ জুন : হাইলাকান্দি জেলার চণ্ডীপুর চা বাগানের শ্রমিকরা দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন, রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। অতিসত্বর তাদের পাওনা মিটিয়ে না দেওয়ার দাবিতে প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকরা ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে  সরগরম করে তুলেন। অবশেষে চণ্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা পাঁচদিনের ভেতরে চণ্ডীপুর চা বাগানের মালিক রাহুল তুশনিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরনের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।

এরপর চণ্ডীপুর চা বাগান প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চণ্ডীপুর চা শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বুন্দল মাল এবং সম্পাদক রঞ্জিত পার্শি সহ অন্যান্য চা শ্রমিকরা জানান বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা পাঁচদিনের ভেতরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তাদের বকেয়া বেতন, রেশন, এবং তলব সহ অন্যান্য দাবিগুলো পাঁচদিনের ভেতরে পূরন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন।

Author

Spread the News