জনতা কলেজে ছাত্র দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বৃহস্পতিবার জনতা কলেজ কাবুগঞ্জ ছাত্র দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের শিক্ষকবৃন্দ। জনতা কলেজের অধ্যক্ষ ড দেবাশিস পাল কলেজ ছাত্রছাত্রীদের পাঁচটি হাউসে ভাগ করে দিয়েছেন। প্রতিটি হাউসের জন্য দুজন করে শিক্ষক ইনচার্জ আছেন। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা করা হয়। ছাত্রদিবসের অনুষ্ঠান ওই পাঁচটি হাউসের ছাত্রছাত্রীরা মিলে আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা উপেন্দ্রনাথ ব্রহ্ম ও রাষ্ট্র গঠনে উনার যোগদান নিয়ে বক্তব্য রাখেন। পড়াশোনা ছাড়াও ছাত্রদের যে অনেক দায়িত্ব আছে এই বিষয়টি বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বিভিন্ন হাউসের ছাত্রছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। কনকলতা হাউস থেকে পিত্রাশিস সিনহা, রানি গাইদিনলু হাউস থেকে রাজ সিনহা, এবং কনকলতা হাউস থেকে সায়ন শ্যাম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. সুদীপ্তা খেরসা।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা ড. মুন্নি দেব মজুমদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক সঞ্জিত মুসাহারি, মণিপুরি বিভাগের অধ্যাপিকা ড. উষা রানী শর্মা, নীরেন্দ্র সিংহ প্রমুখ। ছাত্রদের তরফ থেকে প্রায় প্রতিটি হাউজ থেকেই বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক কিংশুক চক্রবর্তী ও সায়ন শ্যাম। সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।