কালীগঞ্জ হাসপাতালের জন আরোগ্য সমিতি গঠন, চেয়ারম্যান মোস্তাক আহমদ!
পিএনসি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদ নিয়ে দুই কংগ্রেসির দীর্ঘদিন লড়াইয়ের অন্ত পড়ল শুক্রবার। এদিন সকাল সাড়ে দশটার সময় এক সভা অনুষ্ঠিত হয় ডাক্তার দীপক দাসের পৌরাহিত্যে। সরকারি নিয়ম মতে এদিনের সভায় পুরোনো সমিতি ভঙ্গ করে নতুন সমিতি গঠন করা হয়। এতে পরিচালন সমিতির চেয়ারম্যান পদে আসীন হন শ্রীমন্ত কানিশাইল বাশাইল…