এলিভেটেড করিডর বন্ধ করুন, ফের আপত্তি জানালো চার ব্যবসায়ী সমিতি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : প্রশানের আয়োজিত নাগরিক সভায় সিদ্ধান্তের পর ফের শিলচর শহরে এলিভেটেড করিডর নিয়ে আপত্তি তুলল ব্যবসায়ী সমিতি। শিলচরের হৃদয় ধ্বংস না করার বার্তা দিয়ে ফের আপত্তি জানালো শিলচরের চার ব্যবসায়ী সমিতি।এলিভেটেড করিডরকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ হলেও যানজটের সমস্যা দূর হবে না। ফ্লাইওভার…