শিলচর রামনগরে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভ
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচর রামনগরের আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় এনএইচআইডিসিএলের অধীনে ঠিকাদার ভিত্তিক ড্রেন নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নিকিল পাল, আলহাজ জলাল উদ্দিন বড়ভূইয়া, জাবেদ হোসেন বড়ভূইয়া, কপিল সাহানি, তাজ উদ্দিন লস্কর ও জুবায়ের হোসেন বড়ভূইয়ারা জানান, বর্তমান সরকার দ্রুত গতিতে রাস্তা ও জল নিষ্কাশনের কাজ এগিয়ে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং…