ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে বন্যাকবলিত রাইপুর অঞ্চলের বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রাইপুর এলপি স্কুল প্রাঙ্গণে বড়খলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা  গ্রামের ১২০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ ওফিসার রেজমা বেগম লস্কর, আব্দুল মতলিব লস্কর, ফুলেস্বর টেরন সহ অন্যান্যরা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূঁইয়া, ইসলামুল হক লস্কর বলেন বন্যাকবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত চারটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির স্বাস্থ্য শিবির

ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কবির লস্কর, জমির উদ্দিন, রহিমা বেগম, রুকন উদ্দিন প্রমূখ। এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খলা উপ স্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় জনগণকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপন লাল দাস, পম্পা চক্রবর্তী, শীলা দাস, মানিক লস্কর প্রমুখ।

Author

Spread the News