বুধুরাইলে বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর বুধুরাইল সেতুর পাশে বিদ্যুতের খুঁটিতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
শনিবার সকালে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তি শিলচর শহর এলাকার বাসিন্দা বলে জানা যায়। তবে নাম ঠিকানা জানা যায়নি।