তিন ইউডিএফ বিধায়কের জেলায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : তিন এআইউইডিএফ বিধায়ক থাকার হাইলাকান্দি জেলায় তিন এপি সদস্যার জয় দিয়ে নির্বাচনে লড়াই শুরু করল বিজেপি। এতে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই খুশির হাওয়া বিজেপি শিবিরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় তিন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যাকে শনিবার তাঁদের দলীয় কার্যালয়ে এনে গৌরবপূর্ণভাবে সংবর্ধনা জানানো হয়।

জেলার কালীনগর-পাইকান জেলা পরিষদ এলাকার তোপখানা-পাইকান গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শিবানী দাস। সাহাবাদ-জামিরা জেলা পরিষদ এলাকার পালইছড়া থেকে প্রার্থী হন মিনাক্ষী দাস এবং ধলছড়া-বরুণছড়া জেলা পরিষদের অন্তর্গত ধলাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সুস্মিতা রী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁরা তিনজনই সরাসরি নির্বাচিত হন। এই তিন মহিলা প্রার্থীর জয়েই হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে প্রথম বিজয়ের সূচনা হল।

সূত্রে জানা গেছে, নির্দিষ্ট আসনগুলিতে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কোনও প্রার্থী মনোনয়ন না দেওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিন দুপুরে, দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিবানী দাস, মিনাক্ষী দাস ও সুস্মিতা রী-কে ফুল-মালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী নিজ হাতে তিনজনকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

তিন ইউডিএফ বিধায়কের জেলায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের উপসভাপতি সঞ্জয় কুমার দে, সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, সম্পাদক সুব্রত ভট্টাচার্য, সম্পাদিকা শুভ্রা চৌধুরী, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

Author

Spread the News