ইছাগঞ্জে লঙ্গাই নদীর ইএনডি বাঁধ পরিদর্শনে বিজেপি নেতা ইকবাল হোসেন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে ইছাগঞ্জে নির্মাণাধীন লঙ্গাই নদীর ইএনডি বাঁধের কাজ পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা ও শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। শনিবার তিনি বারইগ্রাম এলাকার পশ্চিম প্রান্তের ইছাগঞ্জের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে যান। তাঁর সঙ্গে ছিলেন জলসম্পদ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এগজিকিউটিভ, এসডিও সহ একাধিক আধিকারিক।পরিদর্শনের সময় বাঁধ নির্মাণের গুণমান, ব্যবহৃত উপকরণ এবং কাজের সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তাঁরা। প্রকল্প সংশ্লিষ্ট নানা দিক ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও সেখানে আলোচনা হয়।

পরিদর্শন শেষে ইকবাল হোসেন জানান, এই বাঁধ দীর্ঘদিনের দাবি। কাজ সম্পন্ন হলে বন্যা প্রতিরোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।অধিকারিকরাও জানিয়েছেন, বাঁধ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্যে জোর কদমে এগোচ্ছে, এবং প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে, স্থানীয় বাসিন্দারাও এই পরিদর্শনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁদের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে টেকসই সুরক্ষা মিলবে এবং এলাকা উন্নয়নের নতুন দিশা পাবে।