নেতানিয়াহুকে ফোনে সতর্ক বাইডেনের
৫ এপ্রিল : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ফোনে নেতানিয়াহুকে জানিয়েছেন, ইজরায়েলের প্রতি মার্কিন নীতি গাজার সাধারণ নাগরিকদের সুরক্ষার ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার এই ফোনালাপ হয়।
সম্প্রতি গাজায় ইজরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী মারা যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এটি প্রথম ফোনালাপ। ফোনে বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে, চলতি বছরের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইজরায়েলকে সমর্থন দেওয়ায় ডেমোক্র্যাট বাইডেনের ওপর চাপ বাড়ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন স্পষ্ট করেছেন যে, গাজার বিষয়ে মার্কিন নীতি নির্ধারণ করা হবে ইজরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের দ্বারা।