নেশা সামগ্রী পাচার করতে এসে ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশের যুবক

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : অবৈধভাবে ভারতে প্রবেশ করে  নেশাসামগ্রী পাচার করতে গিয়ে ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশী যুবক। তাঁর কাছে তল্লাশি চালিয়ে নয়শো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার অধীন কুলুবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশের আরিয়ান হোসেন নামে যুববকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে নয়শো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ দিকে পুলিশ সূত্রে জানা যায়  অভিযুক্ত আরিয়ান হোসেন বাংলাদেশে নেশাকারবারীর সঙ্গে যুক্ত। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় অবৈধভাবে ত্রিপুরায় এসেছিল। তাঁর কাছে বৈধ কোনো নথিপত্র নেই। সে নেশা সামগ্রী পাচার করতে সোনামুড়ায় এসেছিল।

Author

Spread the News