বাঁশকান্দিতে শুরু ফুটবল আসর, জয়ী বাগপুর

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : বাঁশকান্দিতে শুরু হল ফুটবল আসর। রবিবার বাঁশকান্দি ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হল বাগপুর ফুটবল দল। রতনপুর খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে বাগপুর টাইব্রেকারে হারায় হাতিহাড়কে। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। গোল শূন্য খেলা টাইব্রেকারে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে ছাড়পত্র আদায় করে নেয় বাগপুর।

এ দিন খেলার শুরু উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অথিতি আব্দুল্লা বড়ভূইয়া, আবজল লস্কর, লালমণি লস্কর প্রমুখ।

বাঁশকান্দিতে শুরু ফুটবল আসর, জয়ী বাগপুর
বাঁশকান্দিতে শুরু ফুটবল আসর, জয়ী বাগপুর

Author

Spread the News