উপরাষ্ট্রপতি পুরস্কার পেল স্কাউটস অ্যান্ড গাইডসের বদরপুর

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : দেশের উপরাষ্ট্রপতি পুরস্কার পেল ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের বদরপুর ডিস্ট্রিক্ট। রবার্ট স্কাউট লিডার রাজীব পোদ্দারের নেতৃত্বে কম্যুনিটি ডেভেলপমেন্ট সার্ভিস প্রোগ্রামে বদরপুর ডিস্ট্রিক্টের কয়েকজন তরুণ তুর্কি এই পুরস্কার লাভ করেন। তারা হলেন বাপ্পাকান্তি বড়ুয়া, ইউসুব মিয়া, সৈকত দাশগুপ্ত, বিষ্ণুকুমার দে, সন্তোষ ভর, বান্টি রায়, তন্ময় দত্ত, বিশ্বজিৎ দে, চিরঞ্জিত মজুমদার, অভিজিৎ দত্ত, রূপণ দাস ও অসীমকুমার দাস। শনিবার তাদের হাতে শংসাপত্র পৌঁছয়। রাজীবের নেতৃত্বে ‘রবীন্দ্রনাথ ওপেন রোবার ক্র্যু, বদরপুর’ ছাড়াও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের শুধু মালিগাঁও থেকে খগেশ দাস এই সম্মান লাভ করেন।

রবিবার বদরপুর স্কাউটহাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজীব পোদ্দার সহ দলের সবাইকে উপ রাষ্ট্রপতির শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র তুলে দেন স্কাউট অ্যান্ড গাইডসের ডিস্ট্রিক্ট সেক্রেটারি উত্তম দাস, অ্যাসিট্যান্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি মৃণালচন্দ্র দে প্রমুখ। শংসাপত্র দান উপলক্ষে স্কাউটস অ্যান্ড গাইডস সদস্যদের পরিবেশিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোজ্ঞ। বদরপুরের স্কাউট অ্যান্ড গাইডস ছাড়াও রেলকর্মীদের মধ্যে এই সম্মান লাভে খুশির পরিবেশ বিরাজ করছে।

Author

Spread the News