বেহাল সড়ক! হুইসেল নয় কোদাল হাতে ট্রাফিক পুলিশের শিলচরে

বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচরে বেহাল সড়ক! বেহাল সড়কে যানজট লেগেই থাকে। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের হাতে হুইসেল নয় কোদাল। গর্তগুলো থেকে জমাজল নিষ্কাশন করতে কোদাল দিয়ে খুঁড়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার মূহুর্ত গুলো ক্যামেরা বন্দী হল শুক্রবার। এছাড়াও পুলিশ কর্মীরা সড়কের গর্ত ভরাট করতে দেখা যায়।

উল্লেখ্য, শিলচরের বেহাল সড়ক পরিসেবা নিয়ে বিভিন্ন দল-সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কোনো টনক নড়েনি। যার ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষ সহ পথচারীদের। এই পরিস্থিতিতে শিলচর ট্রাফিক পুলিশ শহরের যানজট সমস্যা সমাধানের পাশাপাশি বেহাল সড়ক পরিসেবা থেকে মানুষকে পরিত্রাণে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে পুলিশ কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শহরের সচেতন জনগণ।

বেহাল সড়ক! হুইসেল নয় কোদাল হাতে ট্রাফিক পুলিশের শিলচরে

Author

Spread the News