লক্ষীপুর বন বিভাগের কার্যালয়ের পাশে থেকেই কাঠ বাজেয়াপ্ত পুলিশের
বরাক তরঙ্গ, ২ আগস্ট : ফুলেরতল এলাকার বরাক নদীর ঘাট থেকে কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লক্ষীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ড ফুলেরতল এলাকার বরাক নদীর ঘাট থেকে প্রায় ৩০০ সিএফটি চেরা কাঠ বাজেয়াপ্ত করেন। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।
এই চুরাং চেরা কাঠ পুলিশের বাজেয়াপ্ত করার খবর চাউর হতেই স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে জিরিঘাট রেঞ্জ লক্ষীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ বাজেয়াপ্ত করল। শুক্রবার পুলিশ চেরা কাঠগুলি লক্ষীপুর বন বিভাগকে সমঝে দিয়েছে।