কালাইনছড়ায় লরি থেকে উদ্ধার কফসিরাপ, আটক চালক
এম নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শিলচর-গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কালাইনছড়া থেকে ৪৩ কার্টন কপ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার সকালে AS 01 MC 0872 নম্বরের এক লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই কফসিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় গুমড়া পুলিশ। পুলিশ সূত্র মতে, মেঘালয় থেকে ত্রিপুরা পাচারের সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে…