দুর্ঘটনা না আত্মহত্যা! টিপারের পেছনের চাকার নিচে পড়ে মৃত্যু যুবকের ভাগায়

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : রহস্যজনক ভাবে টিপারের নিচে পড়ে মৃত্যু ঘটল যুবকের। এ ঘটনাটি সংঘটিত হয় ভাগাবাজার এলাকায় শিলচর-আইজল জাতীয় সড়কে। শনিবার বিকেল দিকে এক টিপারের পেছনের চাকার পড়ে গুরুতর আহত হলে রবিবার মৃত্যু ঘটে ওই যুবকের। অনেকেই এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করছেন।

স্থানীয়দের সূত্রে ও সিসিটিভি ক্যামেরার দৃশ্য মতে যুবকটি টিপারের নিচে পড়ে মৃত্যুর পথ বেছে নেয়। মৃত যুবক মধ্য ধলাইয়ের জীবনগ্রামের টিলানগর এলাকার বাসিন্দা বছর ৪৫ এর দিলীপ কৈরী। তবে পরিবারের লোকরা আত্মহত্যা মানতে নারাজ।

এক দোকানের সিসিটিভি ক্যামেরায় বন্দি দৃশ্যে দেখা যায়, ব্যস্ত বাজার এলাকায় ধীরগতিতে চলা একটি টিপার গাড়ির নিচে ঝাপ দিয়ে পড়ে যুবকটি। দিলীপ সড়কের পাশে দাঁড় করা ভ্যানের সামনে দাঁড়ানো ছিল।  চলন্ত টিপার গাড়িটির পেছনের চাকায় ঝাপ দিয়ে পড়ে। এমতাবস্থায় টিপারের চাকা যুবকটির কোমরের উপর দিয়ে চলে যায়। চাকা তার উপর দিয়ে চলে যাওয়ার পর সে উঠে বসে আবার। ঘটনার পর ছুটে আসেন আশপাশের মানুষ। দুই একজন লোক তাকে দাঁড় করানোর চেষ্টাও করেন। গাড়ির চাকায় কোমরের হাড়গোড় ভেঙে যাওয়া দাঁড়াতে পারেনি। স্থানীয়রা তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাঠান। এরই মধ্যে কয়েকজন লোক তাকে চিনতে পেরে বাড়িতে খবর পান। দুর্ঘটনার খবরে দিলীপের পরিজনরা ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান। গুরুতর আহত দিলীপ কৈরিকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দিলীপ।

দুর্ঘটনা না আত্মহত্যা! টিপারের পেছনের চাকার নিচে পড়ে মৃত্যু যুবকের ভাগায়
ঘটনার সিসিটিভির ফুটেজ।

রবিবার মরণোত্তর পরীক্ষার পর সন্ধ্যার দিকে মৃতদেহ পৌঁছায় বাড়িতে। মৃতদেহ  বাড়িতে পৌঁছতেই রোল উঠে কান্দনের, পরিজনদের কান্দনে ভারি হয়ে উঠে বাতাস। এদিন সন্ধ্যার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। দিলীপের রয়েছেন বৃদ্ধ মা, বাবা সহ স্ত্রী ও অবুঝ তিনটি কন্যা সন্তান।

দিলীপের পরিবারের সদস্যদের ভাষ্য  মতে, অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের ছিলেন দিলীপ। কারও সঙ্গে কোন ধরনের বিবাদ ছিল না তার। দিলীপ আত্মহত্যা করতে গাড়ির চাকায় ঝাপ দিয়েছেন সে কথা মানতে নারাজ তার পরিবারের লোকরা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক : রাজীব মজুমদার, ভাগা।

Author

Spread the News