গণমাধ্যম হচ্ছে প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু : ডিসি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : দায়িত্ব গ্রহণ করার পর শনিবার প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন নয়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব। শহরের যানজট সমস্যা, অবৈধ পার্কিং, জবরদখল, আবর্জনা সাফাই ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করার পাশাপাশি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন তিনি। জেলার মূল তথ্য প্রচার ও সমাজের দায়বদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সকলের সহযোগিতা কামনা করে সরকারের চলমান উন্নয়ন মূলক প্রকল্প এবং আইন প্রয়োগকারী বিষয়েও এদিন নিজের মতামত ব্যক্ত করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব।
জনসাধারণের বক্তব্য গঠনে এবং সম্প্রদায়কে ভালভাবে অবহিত রাখতে সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গণমাধ্যম’ প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে। এও বলেন, “এটি সমস্যাগুলি হাইলাইট করতে, মূল তথ্য প্রচারে এবং আমাদের জবাবদিহি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷