বিভেদ তৈরি না করতে আহবান আহলে সুন্নাতের
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : সংগঠনকে নিয়ে বিভেদ তৈরি করা মোটেই কাম্য নয়। বিতর্ক থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকতে কর্মকর্তাদের আহবান জানালো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত। বৃহস্পতিবার বিকেলে শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আহলে সুন্নতের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক কমিটির এক সাংবাদিক সম্মেলনে জামাতে বিভেদ তৈরি কারীদের আসল রূপ তুলে ধরেন কর্মকর্তারা। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জামাতের সভাপতি মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া জানান, কমিটির ঘোষণা অনুযায়ী গত দুই নভেম্বর পূর্ব নির্ধারিত তারিখে শিলচরে আহলে সুন্নতের প্রতিনিধিদের সাব্জেক্ট মিটিং অনুষ্ঠিত হয়। এতে কমিটির প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে তিন মাসের সময়সীমা দিয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। যাতে এই কমিটি বিতর্ক দূর করতে অপর পক্ষের সঙ্গে আলোচনা করে। সে অনুযায়ী তিনি জামাতের প্রাক্তন সভাপতি মওলানা আব্দুল জলিল নিজামীর সঙ্গে যোগাযোগ করেন। এতে মওলানা জলিল দায়সারা মন্তব্য করে আলোচনা থেকে সরে যান। এর পরবর্তীতে মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার ও মওলানা তাজিম উদ্দিন তালুকদারের সঙ্গে বৈঠক করতে বলেন। তাই তাদের সঙ্গে বসে আলোচনা করলে তাঁরা সাড়া দেন। এমনকি তাঁরা কয়েকটি প্রস্তাব দিলে এটাও গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় তাঁকে ফাঁকি দিয়ে কমিটি গঠনের উদ্দেশে আগামী এক ডিসেম্বর সাধারণ সভার একটি আহ্বান করা হয়েছে।
মওলানা মবরুর জানান, তাঁর সঙ্গে দোকাবাজি করে এরা বিবেদ তৈরির প্রয়াস করছেন। সাংবাদিকদের সামনে অপর পক্ষের আসল রূপ তুলে ধরে মওলানা মবরুর সুন্নি সাধারণ জনতাকে বিবেচনা করতে আহবান জানিয়েছেন। জামাতের সাধারণ সম্পাদক মওলানা ড. সৈয়দ আব্দুন নূর বলেন, অসাংবিধানিক ভাবে আহলে সুন্নতের প্যাড ব্যবহার করে সাধারণ সভার আহবান ডাক দিয়ে সমাজে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে। যেহেতু একটি কমিটি রয়েছে, এর উপর প্যাড ব্যবহার করে সভা আহ্বান করা কতটুকু যুক্তিযুক্ত তা তুলে ধরেন। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সংগঠনকে নিয়ে অপর পক্ষের বিভেদগামী চিন্তাধারার নিন্দা জানিয়ে জামাতের কার্যকরী সভাপতি মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত বলেন, সুন্নি জনতা বিবেদের মধ্যে নেই। যারা বিতর্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, এদেরকে সমাজ ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সুন্নতের সহ সভাপতি মওলানা মহি উদ্দিন, সহ সম্পাদক মওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা।