দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের, উত্তেজনা জামালপুরে

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : দুই বন্ধু মধ্যে টাকার লেনদেন নিয়ে চলছে বিবাদ। আর এই বিবাদের জেরে বেঘোরে প্রাণ গেল আরেক বন্ধুর। দলবদ্ধ আক্রমণে মৃত্যু ঘটল ওই যুবকের। এমন নৃশংস কাণ্ডে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালালেন। পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধলাই থানা অধীন জামালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ।

উত্তেজিত জনতা ভাঙচুর আক্রমণকারীর বাড়ি ও গাড়ি____

দলবদ্ধ হামলায় মৃত্যু ঘটে ২৭ বছরের যুবক রিয়াজ উদ্দিন লস্কর ওরফে বাবুর। স্থানীয়রা জানান, জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। সোমবার বিকেলে আনোয়ার হোসেনসহ কয়েকজন সে বাড়িতে না থাকা সময়ে, তার মায়ের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে আহত হন তার মা। পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর ও অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করে। আহত মাকে বোনের বাড়িতে রেখে বাবু ও আরেক বন্ধুকে সঙ্গে রাতে বাড়ি ফিরছিল সাকিব। তখন ২০-২৫ জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর আক্রমণ করে। দলবদ্ধ আক্রমণে সাকিব ও আরেক বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাবু লস্কর। ঘটনা সংঘটিত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে ধলাই হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে মেডিক্যালে স্থানান্তর করা হয়। কিন্তু মেডিক্যাল পৌঁছার আগেই বাবুর মৃত্যুর ঘটে। মেডিক্যালে পৌঁছার পর বাবু লস্করকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবুর মৃত্যুর খবর পৌছতেই উত্তেজিত হয়ে উঠেন স্থানীয় মানুষ। গ্রামবাসীরা হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে ভাঙচুর করেন।

ঘটনার খবরে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বরুয়া। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মনোজ বরুয়া। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান।
প্রতিবেদক : রাজীব মজুমদার, ধলাই।

Author

Spread the News