চুরাইবাড়িতে লরি-বাইকের মুখোমুখিতে প্রাণ হারালেন পুলিশ কর্মী, শোক

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশ কর্মীর। দুর্ঘটনাটি সংঘ‌টিত হ‌য়ে‌ছে অসম-‌ত্রিপুরা রাজ‌্যের সীমা‌ন্তের চুরাইবা‌ড়ি‌তে। মঙ্গলবার রাত দশটা নাগাদ সেলট্যাক্স সংলগ্ন অসম-‌ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে মৃত্যু হয় আসলামমণি রিয়াং নামে ত্রিপুরার এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর বাড়ি ত্রিপুরার আনন্দবাজার থানাধীন গছিরামপাড়া এলাকায়। তিনি প্রয়াত বুদ্ধরাম রিযাং এর ছেলে।

আসলামমণি বর্তমানে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় কর্মরত ছি‌লেন। ঘটনার বিবর‌নে জানা যায়, রাতের খাবার খেতে চুরাইবাড়ি থানা থেকে বেরিয়ে হোটেলে যাবার প‌থে আগরতলার থেকে আসা এএস ০১ এফসি ৬৯৮৯ নম্বরের এক‌টি লরি দ্রুত গতিতে তার টিআর ০২ এ ৮৫১৪ নম্বরের পালসার বাইকে ধাক্কা দি‌লে দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ‌তে তি‌নি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ধাক্কায় পালসার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশে থাকা লোকজন। প‌রে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানা এবং প্রেমতলা ফায়ার সার্ভিস কর্মীদের। তারা এসে গুরুতর আহত পু‌লিশ কর্মী‌কে উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এদিকে, সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে চুরাইবাড়ি থানায় কর্মরত পুলিশ কর্মীদের মধ্যে শো‌কের ছায়া নে‌মে আ‌সে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News