বেইলি সেতু ভেঙে ডোনায় বালু বোঝাই লরি

৯ সেপ্টেম্বর : বেইলি সেতু ভেঙে বালু বোঝাই লরি ডোবায় পড়ে গেল। সেতু ভেঙে পড়ায় দুই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে বাংলাদেশের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা এলাকায়। শুক্রবার রাত ১২ টার দিকে এ ঘটনাটি সংঘটিত হয়। এরপর থেকে টাঙ্গাইলের সঙ্গে দেলদুয়ারের যোগাযোগ সড়ক পথে বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, এই বেইলি সেতুটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালু বোঝাই লরি পার হওয়ার সময় ভেঙে জলে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

Author

Spread the News