দুল্লভছড়া-আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু শিশুর

দুল্লভছড়া-আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু শিশুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : রামকৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হল। দুল্লভছড়া-আনিপুর সড়কে সিমেন্ট বোঝাই লরি ও অটোর মোকামুখি সংঘর্ষে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটল। গুরুতর আহত হলেন শিশুটির মা ও ভাই।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুল্লভছড়া-আনিপুর সড়কে পাতিয়ালা এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ভেটারবন্দ মনেশ্বরপুর থেকে বিলাল আহমদ নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটো করে আনিপুর চাঁনখানি গ্রামের বাড়িতে ফিরছিলেন। অটো দুল্লভছড়া-আনিপুর সড়কে পাতিয়ালা এলাকায় আসার পর উল্টো দিক থেকে তীব্র বেগে ছুটে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটো। সংঘর্ষে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে দেড় বছরের কন্যাশিশু মারুফা বেগম। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।‌ গুরুতর আহত হন বিলাল আহমদ সহ গোটা পরিবার।

দুল্লভছড়া-আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু শিশুর

স্থানীয়রা সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে চিকিৎসকরা মারুফাকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা শোচনীয় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিশপ্ত লরি ও অটো হেফাজতে নেয়। দুর্ঘটনার পর থেকেই উভয় গাড়ির চালক গা ঢাকা দিয়েছে।

Author

Spread the News