আগামী মার্চের মধ্যে চালু হবে সোনাবাড়িঘাট বরাক সেতু : সোনাই বিধায়ক

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ মার্চ : আগামী বছরের শুরুতেই চালু হবে সোনাবাড়িঘাট বাইপাস সড়কের বরাক সেতু। শনিবার সেতুর কাজ পরিদর্শন করে একথা জানালেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এপর্যন্ত সেতুর কাজ চল্লিশ শতাংশ হয়েছে বলে জানান তিনি। এ দিন NHIDCL এর আধিকারিক ও নির্মাণ সংস্থা TTC এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেতুটির কাজ পরিদর্শন করেন বিধায়ক। কাজের অগ্রগতি নিয়ে বিভাগীয় কর্মকর্তা ও নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে সবকিছু শুনেন।

এবিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বিধায়ক জানান, দ্রুত গতিতে চলছে ফোর লেন সেতুর নির্মাণ কাজ। ডাবল লেন করে দু’টি সেতু নির্মাণ হচ্ছে। এই শুকনোর মরশুমে কাজ শুরু হয়ে অনেকটা কাজ এগিয়েছে। একটি সেতু ২০২৬ এর মার্চ মাসের মধ্যে চালু হবে। এছাড়া কাশিপুর থেকে সেতু পর্যন্ত ভারত মালা সড়কটি ডিসেম্বরের মধ্যে চালু হবে বলে জানান।

করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি বিধানসভায় প্রথম বক্তব্যেই সেতু ও সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আগামী মার্চের মধ্যে চালু হবে সোনাবাড়িঘাট বরাক সেতু : সোনাই বিধায়ক

Author

Spread the News