শনবিলের আনন্দপুরে উড়ল আনন্দের ঘুড়ি, সামিল বহু লোক
বরাক তরঙ্গ, ২ মার্চ : এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল শনবিল কে ঘিরে বরাক উপত্যকা বাসীর এমনিতেই যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। আর এই বসন্তের শনবিলে নীল আকাশে উড়লো সহস্র ঘুড়ি।লাল, নীল, হলুদ, সবুজ কিংবা বেগুনি সব রং ছিল গগন বেধী আনন্দের বার্তা ছড়িয়ে দিতে। স্থান শনবিলের আনন্দ পুর গ্রামের চৌদ্দ মাদল কীর্তনের মাঠ। মোকাম কালীবাড়ি পেরিয়ে গ্রামের মেঠো পথে কিছুক্ষণ এগিয়ে গেলেই চোখে পড়ে ছোট ছোট শিশুরা মুক্ত বাতাসে ঘুড়ির সূতা টানছে। প্রায় তিনশতাধিক কচি কাঁচাদের হাতে রবিবার বিকেলে ঘুড়ি তুলে দিলেন বার্ষিক ঘুড়ি উৎসবের আয়োজকরা।

স্থানীয় জনগন সহ সংস্কৃতি কর্মীরা সবার হাতে হাসি মুখে একটি ঘুড়ি তুলে দিতে চাইলেন যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত ছিল। পাশাপাশি আয়োজকদের অন্যতম সংস্কৃতি কর্মী বিশ্বজ্যোতি ভট্টাচার্য উপত্যকার বিভিন্ন স্থান থেকে আসা অতিথি দের সাদর আমন্ত্রণ জানালেন। সঙ্গে চললো গান, কথা ও ঘুড়ি। ধীরে ধীরে এগিয়ে এলেন স্থানীয় গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। সূর্যাস্ত পর্যন্ত আকাশে উড়লো ঘুড়ি সঙ্গে ধামাইল ও আমন্ত্রিত শিল্পীদের গান বাজনা। আর এভাবেই আরও একটা বছর শনবিলের ঘুড়ি উৎসব উপভোগ করলেন বৃহত্তর শনবিল সহ বরাক উপত্যকার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা।
