রেলপথের নিচ দিয়ে সেতু নির্মাণের দাবি তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের
বরাক তরঙ্গ, ৩ মার্চ : রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হয় তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী-বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, শিলচর-কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র ৩.১ কিলোমিটার রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে, এবং এই রেলপথের উপর দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয়। বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে শিববাড়ি রোড হয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁদের।
তোপখানা এলাকার রেলপথের নিচে দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু (RUB) নির্মাণ করলে কালাইন, রানিঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবেন। এই ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তোপখানা সহ অন্যান্য বৃহত্তর এলাকার জনগণ।
