তিনদফা দাবিতে এনএইচএম-র কর্মবিরতি ৪-৬ মার্চ, সমর্থন এনইএ-র
বরাক তরঙ্গ, ২ মার্চ : তিনদফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও এন এইচ এম কর্মচারীদের আগামী তিনদিনের কর্মবিরতি সফল করে তুলতে মরিয়া হয়ে উঠেছে অল আসাম হেল্থ এন্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এএএইচটিডব্লুএ)। এনিয়ে দফায় সভা করে যাচ্ছে। আগামী ৪ মার্চ থেকে ৬ মার্চ একান্ত জরুরি পরিসেবা ছাড়া কোন ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এন এইচ এমের চিকিৎসক, ল্যাব টেকনিসিয়ান, নার্সরা। জেলার ৮টি স্বাস্থ্যখন্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি হাতে নেয়া হয়েছে।
জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লক ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সকল স্তরের এনএইচএম কর্মীরা জড়ো হয়ে নিজেদের প্রতিবাদ জানাবেন। এই তিন দিন দৈনন্দিন পরিসেবার মধ্যে অপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসবপূর্ব টিকা, ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস (ভিএইএনডি), আয়ুষ্মান আরোগ্য, কাউন্সিলিং, আরবিএসকে স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই, সেখানে কালোব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিসেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। আয়োজক রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি ডাঃ উৎপল শর্মা, সভাপতি ডাঃ এইচএমএইচ জামান, সাধারণ সচিব কল্পনা বরুয়া এবং কাছাড় জেলা কমিটির পক্ষে সভাপতি ওয়াসিম জাভেদ চৌধুরী ও সম্পাদক মফিদুল ইসলাম এই ধর্মঘট পালনে এন এইচ এমের সকল স্তরের কর্মী ও আধিকারিকদের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, তিনদফা দাবির মধ্যে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খালি পদে বর্তমান এনএইচএম-র কর্মীদের চাকরি নিয়মিতকরণ। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ ২০১৬ সালের জানুয়ারি থেকে বকেয়া প্রদান এবং দেশের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সম কাজের সম বেতন সহ সব ধরনের সুবিধা দেয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে, আসাম হেল্থ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই ডাকে পূর্ণ সমর্থন জানিয়েছে কাছাড় জেলা এন এইচ এম এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশন (এনইএ)। অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বাহার লস্কর ও সাধারণ সম্পাদক হিমেন্দুশেখর নাথ জানান এনএইচএমের কর্মীদের তিনদিনের দাবি অতি প্রাসঙ্গিক। কাজেই এই কর্মবিরতিকে সফল করে তুলতে যথাসম্ভব তারা সহযোগিতা করবেন।