শিলচর লায়ন্সের গণবিবাহে ১৩ জোড়া পাত্রপাত্রী বন্ধনে আবদ্ধ
বরাক তরঙ্গ, ২ মার্চ : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে শিলচর নর্মাল স্কুলের প্রাঙ্গনে ১৩ জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রবিবার নর্মাল স্কুলের প্রাঙ্গনে লায়ন্স ক্লাবের সদস্য-সদস্যা সহ মারোয়াড়ি যুব মঞ্চ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উপস্থিতিতে এক আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে নাচ-গান ও খাওয়া -দাওয়া সব মিলিয়ে এক আনন্দ স্ফূর্তিতে বিভিন্ন চা-বাগান থেকে আসা ১৩ জোড়া পাত্রপাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ করতে সাহায্য করল লায়ন্স ক্লাব অব শিলচর। গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশুকুমার রায় বলেন, গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর গরিব সংখ্যক পরিবারের সদস্যরা উপকৃত হন। সেই সঙ্গে নর্মাল স্কুলের কর্তৃপক্ষকে এই গণবিবাহ অনুষ্ঠানটি করতে সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

লায়ন্স ক্লাব অব শিলচরের সভাপতি সুমিত দাস বলেন, বিগত ২১ বছর থেকে উনাদের ক্লাব অনেক গরিব পরিবারের মেয়েছেলেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, আগামী দিনেও উপত্যকার বিভিন্ন চা-বাগান এলাকায় বসবাসকারী দুর্বল মানুষের সহায়তায় গন বিবাহের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান। এদিন বিবাহ শেষে প্রত্যেক নব দম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকেরা। শিলচর লায়ন্স ক্লাব সহ জেলার বিভিন্ন দল -সংগঠন ও সাধারণ জনগণ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিক সেন, সঞ্জীত দেবনাথ, রূপনয়ণ দাস, সুদর্শন চন্দ, তারাশঙ্কর দাস, রাজকুমার পাল, সুজন দত্ত, মৃদুল মজুমদার সহ অন্যান্যরা।
