শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে মঞ্চস্থ হল ‘দিব্যত্রয়ীর পাদকমলে’

বরাক তরঙ্গ, ৩ মার্চ : শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির। চলবে ৮ মার্চ অবধি। ১ মার্চ ভোর ৪ টায় মঙ্গলারতির পর ক্রমান্বয়ে ঠাকুরের বিশেষ পূজা, ভোগ, হোম-যজ্ঞ, অঞ্জলি প্রদান সম্পন্ন হয়। দুপুর ১২-৩০ টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আসা প্রায় ৩,৫০০ ভক্তবৃন্দ সেদিন প্রসাদ পায়। এদিন ছিল সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা। শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাইলাকান্দির ছাত্রাবাসের ছাত্রবৃন্দ ও শ্রাবণী মিউজিক অকাদেমির শিক্ষার্থীদের সমবেত ভক্তি সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সুন্দর এই উপস্থাপনা। এরপর আমন্ত্রিত শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, মলিনা চৌধুরী একক ভক্তিগীতি পরিবেশন করেন। এক আলাদা আমেজ তৈরি হয় এই সুরেলা উপস্থাপনায়।

এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল নৃত্যালেখ্য: ‘দিব্যত্রয়ীর পাদকমলে’। গ্রন্থনায় ছিলেন লেখিকা ঋতা চন্দ; পাঠে তীর্থঙ্কর চক্রবর্তী। শ্রাবণী ভট্টাচার্যের পরিচালনায় এই নৃত্যালেখ্যে সঙ্গীতে অংশ নেন বিপ্লব দাস, মিস্মি চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, ধূর্জটী পুরকায়স্থ ও বর্ষা দাস। নৃত্যে অর্পিতা গুপ্তা, ময়ূরী ভট্টাচার্য, দীপান্বিতা দেবনাথ, অর্পিতা দেব, নীলিমা দেবনাথ। যন্ত্রসঙ্গীতে ক্রমান্বয়ে তবলায় সহযোগিতা করেছেন দেবজিৎ দাস, সিন্থেসাইজারে রঞ্জিত দেব, অক্টোপেডে গৌতম চক্রবর্তী। উপস্থিত দর্শক শ্রোতার প্রশংসা কুড়াতে সমর্থ হন শিল্পীরা। রাত ঠিক ৯ টায় সম্পন্ন হয় অনুষ্ঠান।

এদিন সঞ্চালনায় ছিলেন রঞ্জিত ঘোষ। আগামী ৮ মার্চ পর্যন্ত চলা অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাইলাকান্দির বর্তমান সম্পাদক দেবজিৎ চক্রবর্তী (জয়) প্রত্যেক দর্শক-শ্রোতার উজ্জ্বল উপস্থিতি কামনা করেছেন।