যুবলিগ নেতার ৪টি দোকান পুড়ালো দুষ্কৃতিরা

২১ সেপ্টেম্বর : যুবলিগ নেতা মাসুদ মোল্লার ৪টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে চাঁদপুরের কচুয়ায় দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। যুবলিগ নেতা মাসুদ মোল্লা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলিগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চাঁদপুরের কচুয়ায় যুবলিগ নেতা মাসুদ মোল্লার ৪টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। যুবলিগ নেতা মাসুদ মোল্লা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্ষতিগ্রস্ত যুবলিগ নেতা মাসুদ মোল্লা ও তার বাবা চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মো. জামাল হোসেন মোল্লা জানান, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা টের পেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে কাজ করে স্থানীয়রা। ততক্ষনে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা, ফ্রিজ, মুদি মালামাল, জলের পাম্প ও আইপিএস সহ দোকানের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে বলে দাবি তাদের। এদিকে দুর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতা আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

যুবলিগ নেতার ৪টি দোকান পুড়ালো দুষ্কৃতিরা
যুবলিগ নেতার ৪টি দোকান পুড়ালো দুষ্কৃতিরা

Author

Spread the News