সূর্য ঘর যোজনায় সৌর বিদ্যুৎ সংযোগ পেতে হাইলাকান্দিতে আড়াই হাজার দরখাস্ত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : প্রধানমন্ত্রী সৌর ঘর যোজনার সৌর বিদ্যুৎ সংযোগের জন্য হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত আড়াই হাজার দরখাস্ত পোর্টেলে জমা পড়েছে। কার্বন মুক্ত গ্রিন এবং ক্লিন বিদ্যুতের জন্য এই যোজনায় আবাসিক ঘরের রুফটপে সোলার প্লেট স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নেওয়া যায়। এতে বিদ্যুতের অপচয় রোধ করার পাশাপাশি টাকাও সাশ্রয় হয়। এই যোজনায় তিন কিলো ওয়াট পর্যন্ত বিদ্যুতের জন্য সোলার প্লেট স্থাপন করতে এক লক্ষ আশি হাজার টাকার মত খরচ পড়ে। কেন্দ্র সরকার থেকে  ৮৫ হাজার ৮০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকার থেকে ৪৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সংস্থান রয়েছে। ফলে গ্রাহকদেরকে কেবলমাত্র ৫০ হাজার টাকার মতো দিতে হয়।

এই যোজনার সংযোগের জন্য পো্র্টেল http://www.pmsuryghar.gov.in/ভিজিট করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। বিশদ বিবরণের জন্য জেলার এপিডিসিএল কার্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করা যাবে। আবেদন আবেদন জমা পড়া সব গ্রাহককে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ সূর্য ঘরের সংযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূর্য ঘর যোজনায় সৌর বিদ্যুৎ সংযোগ পেতে হাইলাকান্দিতে আড়াই হাজার দরখাস্ত
সূর্য ঘর যোজনায় সৌর বিদ্যুৎ সংযোগ পেতে হাইলাকান্দিতে আড়াই হাজার দরখাস্ত

Author

Spread the News