গুয়াহাটিতে হত্যাকাণ্ড, চার বন্ধুর হাতে খুন যুবক

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : গুয়াহাটি মহানগরে ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটল। মহানগরের কাহিলিপাহাড়ে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। চার বন্ধুর আক্রমণে এক যুবকের মৃত্যু ঘটে।

মৃত যুবকের নাম আকাশ চৌধুরী। জানা যায়, রাতে সবাই একসঙ্গে তারা মদ পান করেন। এরপর কোন এক কথা থেকে মারপিট হয়। পাওয়ার হাউসের কাছে আইএমএফএল-এর দোকানের কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। পুলিশ চার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন বনজিৎ রাজবংশী, জিয়রুল আলি, দেবব্রত মল্লিক ও তরুণ বুড়াগোঁহাই।

গুয়াহাটিতে হত্যাকাণ্ড, চার বন্ধুর হাতে খুন যুবক

Author

Spread the News