মহাকুম্ভে পূণ্যার্থী ভরা বাসে আগুন, মৃত্যু একজনের
১৫ জানুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। আড়াই কোটির বেশী মানুষের ভিড় হওয়া মহাকুম্ভে শোকের ছায়া। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটা বাসে আগুন লেগে এক পূণ্যার্থী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কী করে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাসে আগুন ধরে যেতে দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
হুড়ুহুড়ি থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল বলে খবর। পুলিশ জানায়, তেলঙ্গানা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে আসা একটি প্রাইভেট বাসে বৃন্দবানে আগুন লাগে। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে আসার পর বাসটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করা হয়েছে। বাসটিতে ৫০ জন পূণ্যার্থী ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
