নেপালে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

২৫ আগস্ট : নেপালে বাস দুর্ঘটনায় (Nepal Bus Accident) মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল ভারত সরকার। নেপালে বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১। মৃতদের বেশির ভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। শনিবার মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশাপাশি, আহতদের ক্ষতিপূরণ হিসাবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও সম্ভাব্য সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নেপালের তনহুঁ জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে খরস্রোতা মারশিয়াংড়ি নদীতে পড়ে যায় (Bus Accident)। ৫৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি।

নেপালে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
নেপালে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

Author

Spread the News