রাজ্যের যুবকরাই বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেবে : কৃষ্ণেন্দু

পাথারকান্দি বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : লেখাপড়া শেষ করে সৌদি, দুবাই, কুয়েত প্রভৃতি দেশে বা ব্যাঙ্গালুরু সহ অন্যান্য জায়গায় আর কাজের সন্ধানে যেতে হবে না অসমের যুবকদের। রাজ্যের যুবকরাই যুবকদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ এসেছে এবার। বিজেপির পাথারকান্দি বিধানসভা ভিত্তিক অনুষ্ঠিত সক্রিয় কর্মী সম্মেলনে বক্তব্যে কথা গুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার পাথারকান্দি ব্লক মণ্ডল সভাপতি শশীবাবু সিনহার পৌরোহিত্য কর্মী সম্মেলনে প্রায় এক হাজার কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 

সম্মেলনে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সাধারণ মানুষের সুখে দুঃখে একমাত্র বিজেপির কর্মকর্তারা পাশে দাঁড়ান। তিনি বলেন, বিহু বা মকর সংক্রান্তির পিঠার মিষ্টির মত এলাকার সকল মানুষের মধ্যে মিষ্টি ভালোবাসার মেল বন্ধন সুদৃঢ় করতে হবে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি মন্ত্রিত্ব প্রাপ্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ভুয়সী প্রশংসা করে কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী সমগ্র অসমে মানুষের একটা সুযোগ দিয়েছেন। এতে সমগ্র অসমের নাগরিকদের সেবা করা যাবে এখন থেকে। তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন — সেবিছে ঈশ্বর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমহারে উন্নয়ন করতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ।

রাজ্যের যুবকরাই বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেবে : কৃষ্ণেন্দু

দুগ্ধ উৎপাদন, পশু পালন ইত্যাদি সুযোগ নিয়ে আজকের বেকার ছেলেরা স্বনির্ভর হতে পারবে বলে জানান। তিনি এও বলেন, গোটা অসমের পশু পালন দপ্তরে বহু কাজ রয়েছে। কৃষি কাজের সঙ্গে পশু পালনও করতেও হবে সবাইকে। লেখা পড়া শেষ করে সবাই চাকরি পেতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রী চান একজন বেকার যেনো বিভিন্ন ফর্ম খোলে অন্য বেকার যুবক যুবতীদের কাজের বরাত দিতে পারে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

পিএমজিএসওয়াই ট্রাইবালদের জন্য ভালো ভালো স্কিমের সঙ্গে জুড়ে দিয়ে মূল শহরের সঙ্গে যুক্ত করতে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন বলেন জানান তিনি।

রাজ্যের যুবকরাই বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেবে : কৃষ্ণেন্দু

এদিকে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির শ্রীভূমি জেলাসভাপতি সঞ্জীব বণিক বলেন, মানুষের সুখে দুঃখে যে দলটি থাকে সেটা হলো বিজেপি। বলেন, নির্বাচন এলে অন্যান্য রাজনৈতিক দলকে দেখা যায়। নির্বাচন চলে গেলে তারা উদাও হয়ে যায়। সভায় প্রাক্তন বিধায়ক প্রণবকুমার নাথ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র বিজেপি। বিজেপির হাত আরও শক্তিশালী করতে প্রণবকুমার নাথ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোয়াইরপোয়া মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা দলের প্রবীণ নেতা হৃষিকেশ নন্দী ও মহিলা নেত্রী হেমন্তী বাসফর প্রমুখ।

রাজ্যের যুবকরাই বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেবে : কৃষ্ণেন্দু

উল্লেখ্য, এদিনের কর্মী সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অসমের ঐতিহ্যবাহী ঝাঁপি, গামছা, স্মারক প্রদান সহ বীর লাচিত বর ফুকণ অ্যাওয়ার্ড প্রদান করে সম্মাননা প্রদান করেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আন্তর্জাতিক সন্মান প্রাপ্ত বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সঙ্গীত শিল্পী সমাজসেবী নীহাররঞ্জন দেবনাথ।

Author

Spread the News