টানা বৃষ্টিতে শিলচর-জয়ন্তিয়া সড়ক বেহাল, ক্ষোভ
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : টানা বৃষ্টিতে ফের ভয়ঙ্কর রূপ নিয়েছে শিলচর-জয়ন্তিয়া সড়ক। জেলা সদরের সঙ্গে কাটিগড়া এবং বড়খলা কেন্দ্রের সাধারণ মানুষের যোগাযোগের একমাত্র রক্ষাকারী সড়ক হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বড়খলা, জারইলতলা, নীলচড়া, বাবুবাজার, বিহাড়া, ছয়ারন, নারাইনছড়ার জনগণ সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন। এসব অঞ্চলে সড়কে পুকুর সমান গর্ত। দিন কয়েক আগে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বরাক সফর এসে শিলচর-জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনও পরিবর্তন হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর-জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র।
স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ লোক, গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুই দিকে কাদা মাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছেন। একদিকে বেহাল সড়ক, অন্যদিকে সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায় রয়েছে। এতে যে কোন মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় জনগণের।