প্রাক্তন বিধায়ক অশোক বর্মা কংগ্রেসে যোগ দিলেন
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন নলবাড়ি বিধায়ক, আরএসএস নেতা এবং প্রবীণ বিজেপি নেতা অশোক শর্মা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।
অশোক শর্মা নলবাড়ির রাজীব ভবনে পিপিসিসি আয়োজিত একটি বিশাল যোগদান অনুষ্ঠানে কংগ্রেস দলে যোগ দেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা, সাংসদ গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া সহ নলবাড়ি কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিনের অনুষ্ঠানে অশোক বর্মার সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে জড়িত থাকা বেশ কয়েকজন কর্মী কংগ্রেসের নীতি ও আদর্শে আকৃষ্ট হয়ে যোগ দেন।
উল্লেখ্য যে অশোক শর্মা বশিষ্টের রাজ্য বিজেপি অফিসে ২ অগাস্ট পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিনি বলেন, দলে অপমানিত হওয়ায় দল ছেড়েছেন।